Posts

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্য আটক

Image
  চাঁদপুর:  চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাবে না তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। এর আগে গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে পাঁচজন এবং অস্ত্রসহ তিনজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহে আন্দোলনে নিহত দুজনের লাশ উত্তোলন

Image
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবদুল্লাহ আল মাহিন (১৬) ও নাজমুল ইসলাম ওরফে রাজু (৩৯) নামের দুজনের মরদেহ প্রায় তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে। দুটি মৃত্যুর ঘটনা নিয়ে পরিবারের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের আদেশের পর আজ বুধবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু

Image
মারা যাওয়া ওই যুবকের নাম ফয়সাল খান ওরফে শুভ (৩০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে নগরের কেওয়াটখালী পাওয়ার হাউস রোডে বড় বোনের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।   ময়মনসিংহ নগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। প্রেমিকার বাবার অভিযোগ, গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর বাসার সামনে থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তিনি মারা যান। ডিবি পুলিশ জানায়, পর্নোগ্রাফি আইনে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগের পর তারা অভিযানে গিয়েছিল। এ সময় সঙ্গে অভিযোগকারী পরিবারের সদস্যও ছিলেন। কিন্তু ওই যুবককে না পাওয়ায় তারা ফিরে আসে। পরে যুবককে আহত অবস্থায় পাওয়ার খবর পায়। তবে যুবকের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তাঁরা একটি মামলা করেছেন।

ইনিংসে ১০ উইকেটের ১০টিই নিয়েছেন ভারতের এই পেসার

Image
  অংশুল কামবোজ—২৩ বছর বয়সী এই পেসার ক্যারিয়ারের বাকি সময়ে কিছু না করলেও ভারতের ক্রিকেটে উচ্চারিত হবেন নিশ্চিতভাবেই। বোলারদের এক বিরল অর্জনের ছোট্ট তালিকায় যে নাম লিখিয়ে নিয়েছেন তিনি। রঞ্জি ট্রফির ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন কামবোজ। আজ রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে কামবোজ কেরালার বিপক্ষে হরিয়ানার হয়ে এ কীর্তি গড়েন তিনি। ইনিংসে তাঁর বোলিং ফিগার এমন—৩০.১ ওভার, ৯ মেডেন, ৪৯ রান, ১০ উইকেট। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনো বোলার ইনিংসে ১০ উইকেট নিলেন ৩৮ বছর পর।

স্যামসন–তিলকের ‘হাতুড়িপেটা’, প্রোটিয়াদের সবচেয়ে বড় হার এবং ভারতের যত কীর্তি

Image
  হাতুড়িপেটা—জোহানেসবার্গে গত রাতে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা যা করেছেন, সেটার ভাবার্থ বোঝাতে এই শব্দই যথার্থ মনে হচ্ছে। ধারাভাষ্যকার পমি এমবাঙ্গাও তো স্যামসন–তিলকের ব্যাটে ছক্কা–বৃষ্টি দেখে বারবার বলে যাচ্ছিলেন ‘অ্যাবসোলুট হ্যামারিং’! দুজনের সেঞ্চুরিতে ভারত গড়েছে একগাদা রেকর্ড। বিপরীতে দক্ষিণ আফ্রিকা নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরে বসেছে। সেসবই একনজরে দেখে নেওয়া যাক—

সহায়তার টাকা হাতে না পাওয়ায় ক্ষোভ আহতদের

Image
  রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা। সরকারের ভূমিকায় অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথাও তুলে ধরেছেন তাঁরা। বলছেন, এই আন্দোলনে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে যে অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তা এখনো তাঁরা হাতে পাননি। তাঁদের অনেককেই এখন মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। হাসপাতালের শয্যা ছেড়ে রাস্তায় নেমে আহত ব্যক্তিদের এই বিক্ষোভ চলছে দুপুর থেকে। ঘটনার শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সকালে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাওয়ার পর। জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে বেলা ১১টার দিকে ওই হাসপাতালে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেননি—এ অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর পথে তাঁর পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। আহত ব্যক্তিদের বিক্ষোভের মধ্যে একপর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা নিজের গাড়িতে উঠতে পারেননি। দুপুর সাড়ে ১২টার পর অন্য একটি গাড়িতে চড়ে হাসপাতাল থেকে চলে আসেন তিনি। এরপর রাস্তা...

আজিমপুরে কোয়ার্টারে বাসায় লুটপাটের পর ‘শিশুকে নিয়ে গেছে ডাকাতেরা’

Image
  রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাঁদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাঁদের শিশুসন্তানকে নিয়ে যায়।