স্যামসন–তিলকের ‘হাতুড়িপেটা’, প্রোটিয়াদের সবচেয়ে বড় হার এবং ভারতের যত কীর্তি

 


হাতুড়িপেটা—জোহানেসবার্গে গত রাতে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা যা করেছেন, সেটার ভাবার্থ বোঝাতে এই শব্দই যথার্থ মনে হচ্ছে। ধারাভাষ্যকার পমি এমবাঙ্গাও তো স্যামসন–তিলকের ব্যাটে ছক্কা–বৃষ্টি দেখে বারবার বলে যাচ্ছিলেন ‘অ্যাবসোলুট হ্যামারিং’! দুজনের সেঞ্চুরিতে ভারত গড়েছে একগাদা রেকর্ড। বিপরীতে দক্ষিণ আফ্রিকা নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরে বসেছে। সেসবই একনজরে দেখে নেওয়া যাক—

Comments

Popular posts from this blog