ডিবির অভিযানের পর বাসার সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু


মারা যাওয়া ওই যুবকের নাম ফয়সাল খান ওরফে শুভ (৩০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে নগরের কেওয়াটখালী পাওয়ার হাউস রোডে বড় বোনের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।

 ময়মনসিংহ নগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। প্রেমিকার বাবার অভিযোগ, গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর বাসার সামনে থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তিনি মারা যান।

ডিবি পুলিশ জানায়, পর্নোগ্রাফি আইনে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগের পর তারা অভিযানে গিয়েছিল। এ সময় সঙ্গে অভিযোগকারী পরিবারের সদস্যও ছিলেন। কিন্তু ওই যুবককে না পাওয়ায় তারা ফিরে আসে। পরে যুবককে আহত অবস্থায় পাওয়ার খবর পায়। তবে যুবকের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তাঁরা একটি মামলা করেছেন।


Comments

Popular posts from this blog

Islamabad United vs Peshawar Zalmi: PSL eliminator – as it happened

Islamabad United VS Quetta Gladiators Live