ইনিংসে ১০ উইকেটের ১০টিই নিয়েছেন ভারতের এই পেসার

 

অংশুল কামবোজ—২৩ বছর বয়সী এই পেসার ক্যারিয়ারের বাকি সময়ে কিছু না করলেও ভারতের ক্রিকেটে উচ্চারিত হবেন নিশ্চিতভাবেই। বোলারদের এক বিরল অর্জনের ছোট্ট তালিকায় যে নাম লিখিয়ে নিয়েছেন তিনি। রঞ্জি ট্রফির ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন কামবোজ।

আজ রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে কামবোজ কেরালার বিপক্ষে হরিয়ানার হয়ে এ কীর্তি গড়েন তিনি। ইনিংসে তাঁর বোলিং ফিগার এমন—৩০.১ ওভার, ৯ মেডেন, ৪৯ রান, ১০ উইকেট। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনো বোলার ইনিংসে ১০ উইকেট নিলেন ৩৮ বছর পর।

Comments

Popular posts from this blog